১০ টি শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং সাইট | Top 10 Freelancing Sites
বর্তমানে আমাদের দেশে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয়তা পেয়েছে।
সকলেরই একটা সময় ইচ্ছে থাকে ঘরে বসে বসে আয় করার। এই ইচ্ছে থেকেই অনলাইনে কাজ করতে আগ্রহী হচ্ছে হাজার যুবক। যার ফলসরুফ জনপ্রিয়তা বেড়েই চলছে ফ্রিল্যান্স, আউটসোর্সিং ফোরাম ও মার্কেটপ্লেস গুলোর।
বিশ্বের সবথেকে জনপ্রিয় 10 টি ফ্রিল্যান্স, আউটসোর্সিং ফোরাম ও মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করা হয়েছে আজকে।
![]() |
Top 10 Freelance Website |
Top 10 Freelancing Sites in the World
1. Upwork.com
2. Freelancer.com
3. Fiverr.com
4. PeoplePerHour.com
5. Guru.com
6. Toptal.com
7. 9designs.com
8. SimplyHired.com
9. LinkedIn.com
10. Dribbble.com
11. Behance.com
Upwork.com
আপওয়ার্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফরম। এটি অধিক পরিচিত একটি সাইট। এখানে কয়েকটি সেক্টরে আপনি কাজ করতে পারবেন। এজন্য অবশ্যই আপনার স্কিল থাকতে হবে।
“ফ্রিল্যান্সিং করতে কি যোগ্যতা লাগে তা জানতে ক্লিক করুন”
Freelancer.com
ফ্রিল্যান্সার ডট কম অত্যন্ত জনপ্রিয় ও পুরনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে আপনার পছন্দের কাজ বিট করার মাধ্যমে পেতে পারেন। প্রতি মাসে 8 টি বিট ফ্রিতে দেয়া হয়। আটের অধিক হলে বিট কিনে নিতে হয়। এছাড়া এখানে কনটেস্ট নামের একটি জনপ্রিয় সেক্টর রয়েছে।
Fiverr.com
বর্তমানে যেকোন ফ্রিল্যান্সারকে জিজ্ঞাসা করলে বলবে সে ফাইবারে কাজ করে। এবং সে টপ রেটেড সেলার। বিশেষ করে পাকিস্তানি, ভারতীয় ও বাংলাদেশীদের কাছে অধিক পরিমাণে জনপ্রিয় এই সাইটটি।
PeoplePerHour.com
এর সাথে পায় 15 লক্ষের অধিক ফ্রিল্যান্সার কাজ করছেন। এখানে আপনি ঘণ্টা প্রতি কাজে ফি নির্ধারণ করে দিতে পারেন বা ফিক্সড রেটে কাজ করতে পারেন। কাজের মূল্য একটু কম রাখলে কাজ পেতে অসুবিধা হয় না।
Guru.com
ফ্রিল্যান্সার ও ফাইবার এর পরেই রয়েছে গুরু নামের এই সাইটটি। এখানে 30 লাখ+ ফ্রিল্যান্সার কাজ করে। এখানে একে ওপরে প্রোফাইল রিভিউ করার পর একটি কাজে ডিল করতে পারবেন। বাকি সাইটগুলোর মতই এখানেও কয়েকটি ক্যাটাগরিতে কাজ করতে পারবেন।
Toptal.com
বাকি সাইটগুলোর তুলনায় টপাল নতুন। তবে তারা দাবি করে তারা নাকি বিশ্বের টপ 3% ফ্রিল্যান্সারদের হায়ার করেছে। আপনি যদি বড় বড় কোম্পানির সাথে কাজ করতে চান তাহলে টোপাল ডট কম দেখতে পারেন।
9designs.com
ডিজাইন সম্পর্কিত যেকোনো কাজের জন্য 9designs সাইট দেখতে পারেন। এখানে আপনার ডিজাইন আপলোড করার পর সবথেকে বিট পড়লে আপনি প্রাইস মানি পাবেন। গ্রাফিক্স ডিজাইনের স্কিল ডেভেলোপ করার জন্য এটি বেষ্ট সাইট।
SimplyHired.com
লোকাল এরিয়ায় কাজ করানোর জন্য simplyhired বিখ্যাত। এখানে চব্বিশটি দেশের লোকাল এরিয়ার কাজ পেতে পারেন। মানে আপনি যেখানে আছেন সেই এলাকার করো কাজ করে দিতে পারবেন এই সাইটের মাধ্যমে।
এটি মূলত অফলাইনে কাজ করার জন্য বিখ্যাত।
আমার পরিচিত অনকেই আজ অনলাইনে কাজ করার মাধ্যমে প্রতিষ্ঠিত।
আবার আমার অনেক বন্ধু ফ্রিল্যান্সিং করে তাদের পড়াশুনার খরচ চালাচ্ছে।
১০ টি শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং সাইট,Top 5 freelancing marketplace,10 Freelancing Market,Top 10 Freelancing Site, techlessoner best tech Solution